শনিবার, নভেম্বর ২৩

স্পেনের নারী ফুটবলে লেখা হয়ে গেলো নতুন ইতিহাস!

0

স্পোর্টস ডেস্ক:  স্পেনের নারী ফুটবলে লেখা হয়ে গেলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় মঞ্চে পা রেখেছে স্প্যানিশ মেয়েরা। আজ (শুক্রবার) ওয়েলিংটনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। দেশটির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বা ইউরোতে মেয়েদের শেষ চারে ওঠা এবারই প্রথম। স্পেনের এই দলটিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার সালমা পারালুয়েলোর। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলেই শেষ চারে নাম লিখিয়েছে স্প্যানিশরা। ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় ছিল। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্পেনের কালদেন্তে। স্প্যানিশরা যখন জয়োৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন ইনজুরি টাইমে (৯১ মিনিট) নাটকীয়ভাবে সমতা ফেরান ফন ডার গ্রাট। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বদলি হিসেবে নামা পারালুয়েলো ১১১ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় দারুণ এক গোল করেন। শেষ পর্যন্ত ওই গোলই স্পেনকে তুলে দিয়েছে বড় মঞ্চে।

Share.