বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

স্পেনে প্রথমবার আয়োজন হচ্ছে আইসিসির ইভেন্ট

0

স্পোর্টস ডেস্ক: করোনা মহামারির কারণে দারুণ সুযোগ পেয়েছে ইউরোপের দেশ স্পেন। ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নরা আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটের আসর। ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডসের পর দ্বিতীয় দেশ হিসেবে আয়োজন করতে যাচ্ছে ছেলেদের ওয়ানডে ম্যাচ।এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি সোমবার নিশ্চিত করেছে, স্পেনে আয়োজন করা হবে তিনটি ইভেন্ট। এগুলো বিশ্বকাপ লিগ-২ এর স্কটল্যান্ড, নামিবিয়া ও নেপালের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, ইউরোপিয়ান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব এবং ইউরোপিয়ান পুরুষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব।এই তিনটি আসর অনুষ্ঠিত হবার কথা ছিল স্কটল্যান্ডে। কিন্তু সেখানে কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে সরিয়ে নেয়া হয়েছে স্পেনে।স্কটল্যান্ড, নামিবিয়া ও নেপালের ত্রিদেশীয় সিরিজে হবে ছয়টি ম্যাচ। এই সিরিজ আয়োজন করা হবে স্পেনের আলমেরিয়ার ডেজার্ট স্প্রিং মাঠে। শুরু হবে আগামী ২০ জুলাই থেকে, শেষ হবে ৩০ জুলাই।স্পেনের লা মাঙ্গায় ইউরোপিয়ান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৬ থেকে ৩০ অগাস্ট। এরপর ইউরোপিয়ান পুরুষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর।স্পেন ক্রিকেটের প্রধান নির্বাহী জন হাওডেন জানিয়েছেন, আইসিসির এই ইভেন্টগুলো আয়োজন করতে পেরে বেশ উচ্ছ্বসিত তারা।

Share.