ডেস্ক রিপোর্ট: আফ্রিকা থেকে সমুদ্র পেরিয়ে ক্যানারি আইল্যান্ডে আসতে গিয়ে মৃত্যু হলো ১৭ অভিবাসীর। তিনজন বেঁচে গেছেন। তাদের চিকিৎসা চলছে। ক্যানারি আইল্যান্ডের কাছে নৌকাটিকে প্রথম দেখেন স্পেনের এয়ার ফোর্সের বিমানের পাইলট। তিনি খবর দেয়ার পর স্পেনের কোস্ট গার্ড সেখানে যায়। নৌকা থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুইজন পুরুষ ও একজন নারী বেঁচে ছিলেন। তাদের সামরিক হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্পেনের সরকারি মুখপাত্র জানিয়েছেন, সকলেই আফ্রিকা থেকে আসছিলেন। কেন তারা এভাবে ঝুঁকি নিয়ে আসছিলেন, তা জানা যায়নি।আফ্রিকা থেকে অ্যাটলান্টিক পেরিয়ে ক্যানারি আইল্যান্ডে অভিবাসীদের আসা আগের থেকে অনেক বেড়েছে।গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এখানে তিন হাজার ৪০০ জন এসেছেন। দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এই মাসের গোড়ায় নৌকায় করে আসতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। ওই নৌকায় ২৩ জন অভিবাসী ছিলেন
স্পেন উপকূলে ১৭ অভিবাসীর মৃত্যু
0
Share.