শুক্রবার, জানুয়ারী ২৪

স্বজনদের কাছে ফিরছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

0

ঢাকা অফিস: সোমালিয়ায় জলদস্যুদের কবলে থাকা এমভি আবদুল্লাহর ২৩ জন নাবিক আজ দেশে ফিরছেন। মঙ্গলবার (১৪ মে) ২৩ জন নাবিক নিজ নিজ স্বজনদের কাছে ফিরবেন। এর আগে সোমবার (১৩ মে) জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলামের কাছ থেকে জানা গেছে, জাহাজটি সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করেছে। নাবিকরা সবাই সুস্থ আছেন। কুতুবদিয়া নোঙর করতে হচ্ছে কারণ এত বেশি ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজ বন্দর জেটিতে ভেড়ানোর সুযোগ নেই। জাহাজটিতে ৫৬ হাজার টন চুনাপাথর রয়েছে। কুতুবদিয়ায় প্রথমে কিছু চুনাপাথর লাইটার জাহাজে খালাস করা হবে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরে বন্দর জলসীমায় আনা হবে। সেখানে বাকি পণ্য খালাস করা হবে। তিনি আরও জানান, জাহাজটিতে নতুন ২৩ জন নাবিক যোগদান করবেন। তারা এমভি আবদুল্লাহ জাহাজের দায়িত্ব বুঝে নেবেন। মঙ্গলবার (১৪ মে) এমভি আবদুল্লাহর ২৩ নাবিক শহরে আসার কথা রয়েছে। জাহাজের নাবিকদের পক্ষে ক্যাপ্টেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুঃসময়ে তাদের জন্য দোয়া করায়। উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ২৩ জন নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করেছিল। পরবর্তীতে বিগত ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়।

Share.