বুধবার, ডিসেম্বর ২৫

স্বতন্ত্র প্রার্থীর হামলায় আহত ছাত্রলীগ নেতাকে ঢাকা মেডিকেলে ভর্তি

0

ঢাকা অফিস: শরীয়তপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ খালেদ শওকত আলীর সমর্থকের হামলায় আওয়ামীলীগের প্রার্থী বর্তমান এমপি ও উপমন্ত্রী এনামুল হক শামীমের শরীয়তপুর নড়িয়া উপজেলার ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর)রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।বর্তমানে তাকে কেবিন ব্লকের ৬৬ নম্বর রুমে ভর্তি করা হয়েছে। আসাদুজ্জামান আসাদ জানান,সোমবার (২৫ ডিসেম্বর)বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌরসভার পাইকপাড়ায় আওয়ামীলীগের র্কাযালয়ের সামনে নৌকার প্রচারণা করার সময় শামীমের অনুসারীরা।তখন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে নৌকার সমর্থকদের ওপর লাঠি-সোঁটা,স্টাম্প,পাইপ দিয়ে হামলা করে এতে শরিয়তপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামানসহ কয়েকজন আহত হন।এতে আসাদের মাথা ফেটে রক্তক্ষরণ হতে থাকলে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতাল ।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান,এই ঘটনায় খালেদ শওকতকে প্রধান আসামী করে মামলা করেছেন আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক শামীম ভাই,আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পার ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান শরীয়তপুর থেকে আসাদুজ্জামান এক ছাত্রলীগ নেতা আহত হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কেবিনে ভর্তি করা হয়েছে।তার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে এছাড়া,হাতে, বুকে,পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও জানান তিনি।

Share.