বুধবার, জানুয়ারী ১

স্বপ্ন পূরণের সেরা জায়গা পিএসজি : মেসি

0

স্পোর্টস ডেস্ক: ২১ বছরের লম্বা যাত্রা শেষ। বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শুরু থেকেই জয় ছাড়া আর কিছু বোঝেন না। সেই মানসিকতা নিয়েই তিনি লিগ ওয়ানের দলটিকে সমৃদ্ধ করতে চান বলে জানিয়েছেন তিনি। স্পেনের মতো ফ্রান্সেও সাফল্যের বিজয়গাথা রচনা করতে এসেছেন বলে জানিয়ে দিয়েছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।‘এই দলটি আগে থেকেই প্রস্তুত। সম্প্রতি বেশ কয়েকজন যোগ দিয়েছেন। আমি শুধু তাদের সহায়তা করতে এসেছি। আমার স্বপ্ন চ্যাম্পিয়নস লিগের ট্রফি জেতা আর পিএসজি সবচেয়ে সেরা জায়গা বলে আমি মনে করি।’পিএসজির সঙ্গে নিজের বোঝাপড়া নিয়ে বেশ আশাবাদী আর্জেন্টাইন অধিনায়ক। বন্ধু নেইমারের সঙ্গে নতুন মৌসুম ক্লাবের জন্য অসাধারণ হতে চলেছে দাবি তার।‘নেইমারকে খুব ভালো করে বুঝি আমি। আশাকরি বাকিদের সঙ্গে দুজনে মিলে আরও শক্তিশালী হয়ে উঠবো।’পিএসজিতে যোগ দেয়ার পেছনে আরেকটি বিশেষ কারণ রয়েছে বলে জানান লিও মেসি। দলের কোচ মাউরিসিও পচেত্তিনোর ভূমিকাও রয়েছে।‘কোচিং স্টাফ ও স্কোয়াডের বাকিরা আমাকে দলটি বেছে নিতে সাহায্য করেছে। আমি পচেত্তিনোকে খুব কাছ থেকে চিনি। তিনি অন্যতম আর্জেন্টাইন যার কাছ থেকে শুরু থেকেই অনেক সহায়তা পেয়েছি।’কখন শেষ হবে সমর্থকদের অপেক্ষা, নতুন দলের জার্সিতে কবে নামছেন মেসি?এমন প্রশ্নের উত্তর দিয়ে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, বেশ কয়েকদিন আমি ছুটি কাটিয়েছি। দীর্ঘ ১ মাস মাঠে নামিনি। খেলার আগে আমাকে অনুশীলন করতে হবে। কোচিং স্টাফই বিষয়টি ভালো বলতে পারবেন।’

Share.