বুধবার, জানুয়ারী ২২

“স্বপ্ন, সাহস, সম্ভাবনাঃ তারুণ্যের আলোয় শেখ হাসিনা” বইয়ের মোড়ক উন্মোচন

0

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে তেহাত্তর জন তরুণ লেখকের লেখা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাবি ছাত্রলীগ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পূনর্মিলনীতে প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বইটি তারা দুই জন সম্পাদনা করেছেন। “স্বপ্ন, সাহস, সম্ভাবনাঃ তারুণ্যের আলোয় শেখ হাসিনা” নামক বইটিতে তেহাত্তর জন তরুণ লেখকের প্রধানমন্ত্রী সম্পর্কে অভিব্যক্তি এবং মূল্যায়ন তুলে ধরা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, এটি একটি অনন্য উদ্যোগ। এই বইয়ের মাধ্যমে আমরা তরুণ লেখকদের প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য জানতে পারব এবং চিন্তা-চেতনাকে আরো প্রসারিত করতে পারব। সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে তরুণদের কি ভাবনা এবং তারা কিরকম দেশ দেখতে চান সে রকম অভিব্যক্তি নিয়েই বইটি সাজানো হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়।

Share.