শনিবার, নভেম্বর ২৩

স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন অ্যাথলেট ইমরানুর রহমান

0

স্পোর্টস রিপোর্ট: স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন অ্যাথলেট ইমরানুর রহমান। ব্যক্তিগত সেরা টাইমিংয়ের রেকর্ড গড়ে বাংলাদেশের দ্রুততম মানব জিতলেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের সেরার মুকুট। কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত এই আসরে শনিবার তিনি ৬ দশমিক ৫৯ সেকন্ড সময় নিয়ে বাজিমাত করলেন। অ্যাথলেটিকসের আন্তর্জাতিক মঞ্চে বা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের কোনো স্প্রিন্টারের গতির ঝড় এবারই প্রথম। ফলে ইমরানের এই গৌরবময় সাফল্য স্বপ্নের মতোই মনে হচ্ছে অনেকের কাছে। কিন্তু এবার সেই অধরা স্বপ্নেরই বাস্তব রূপ দিলেন লন্ডনে বড় হওয়া ইমরানুর। তিনিই দেশের অ্যাথলেটিক্সে জন্ম দিলেন নতুন ইতিহাসের। এদিন সকালে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হিটে সফল হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। তিনি হিটে সময় নিয়েছিলেন ৬ দশমিক ৭০ সেকেন্ড। যদিও তখন পর্যন্ত তার ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ৬ দশমিক ৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেছিলেন ইমরানুর। কাজাখস্তানে সন্ধ্যায় অনুষ্ঠিত সেমির লড়াইয়ে তিনি সময় নেন ৬ দশমিক ৬১ সেকেন্ড। ভাঙেন তার আগের সেই রেকর্ড। এরপর রাতে অনুষ্ঠিত স্বর্ণপদকের লড়াই বা ফাইনালে সময় নেন ক্যারিয়ার সেরা ৬ দশমিক ৫৯ সেকেন্ড। উল্লেখ্য, প্রতিযোগিতায় রৌপ্যপদক জিতেছেন হংকংয়ের শাক কাম চিং, ৬ দশমিক ৬৫ সেকেন্ড সময় নিয়ে। তৃতীয়স্থান অর্জনকারী চিংয়ের স্বদেশী লি হং কিটের টাইমিং ৬ দশমিক ৭৭ সেকেন্ড। সেমিফাইনাল শেষ হওয়ার প্রায় ২ ঘণ্টা পর ফাইনালে এসে নিজেকে যেন আরও উজ্জীবিত করে তুলেছিলেন ইমরান। নিয়েছিলেন ইস্পাত-কঠিন সংকল্প, যে করেই হোক জিততে হবে এ লড়াইয়ে। অবশেষে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটিয়ে কাজাখস্তানের অস্তানায় উড়ালেন লাল-সবুজের পতাকা। তবে সেমিফাইনালের দৌড়ে কাতারের প্রতিদ্বন্দ্বীর চেয়ে একটু পিছিয়ে থেকেই ফাইনালে ওঠেন ইমরানুর। সেখানে তিনি হয়েছিলেন দ্বিতীয়। কিন্তু ফাইনালে ওঠে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মর্যাদার এই ইভেন্টে। এদিকে মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছিলেন তিনি। ফলে সেখানেই থেমে যায় শিরিনের স্বপ্নযাত্রা।

Share.