মঙ্গলবার, ডিসেম্বর ২৪

স্বর্ণ মন্দিরের অভ্যন্তরে সেলফি তোলা ও টিকটক ভিডিও বানানো নিষিদ্ধ

0

ডেস্ক রিপোর্ট: মন্দির চত্বরের অভ্যন্তরে সেলফি তোলা ও টিকটক ভিডিও বানানো নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ। কয়েক জন দর্শনার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও পোস্ট করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি। শিখ ধর্মালম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমৃতসরের স্বর্ণ মন্দির। এটি পরিচালনা করে শিরোমনি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি)। তাদের সিদ্ধান্ত অনুযায়ী মন্দির চত্বরে সেলফি তোলা ও টিকটক ভিডিও নিষিদ্ধ করার নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, ‘এখানে টিকটক নিষিদ্ধ’। ভিডিও বানানো ঠেকাতে মন্দির চত্বরে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বার্তা সংস্থা এএনআইকে মন্দিরের ব্যবস্থাপক জসবিন্দর সিং বলেন, আমরা এখানে আসা পূণ্যার্থীদের এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি কারণ এটি একটি প্রার্থনাস্থল। এর আগে শুক্রবার ব্যবস্থাপনা কমিটির তরফে জানানো হয়, টিকটক নিষিদ্ধ করার পরও যদি তরুণেরা ভিডিও বানানো বন্ধ না করে তাহলে মন্দিরের অভ্যন্তরে মোবাইল ফোনই নিষিদ্ধ করার কথা বিবেচনা করবে কর্তৃপক্ষ।

Share.