ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েছে ভারত। ভারতের নতুন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এমনটাই বলেছেন বিশ্বনন্দিত লেখিকা অরুন্ধতী রায়। তিনি বলেন, ‘ভারতীয় সংবিধানের মেরুদণ্ড ভেঙে ফেলবে নতুন সংশোধিত নাগরিকত্ব আইন। এটা আমাদের পায়ের নিচের মাটি কেড়ে নেবে।’ সোমবার অরুন্ধতী ভারতীয়দের আহ্বান করেন জনগণ যেন এই সংশোধিত নাগরিকত্ব বিল ও জাতীয় নাগরিকপঞ্জি বাস্তবায়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে তা প্রতিরোধ করে। এছাড়া সরকারের মুদ্রা বদল নীতিরও সমালোচনা করলেন অরুন্ধতী রায়। তিনি বলেন, ‘তিন বছর আগে যখন মুদ্রা পরিবর্তনের ঘোষণা করা হয়, তখন আমরা ব্যাংকের সামনে লাইন ধরে দাঁড়িয়েছিলাম। তখন সেই নীতি আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল।’ অরুন্ধতী আরও বলেন, ‘আমরা কি আবার সেই লাইনেই দাঁড়াবো? ভারত যদি সত্যিই এই আইন মেনে নেয় তবে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। স্বাধীনতার পরে ইতিহাসে আমরা সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েছি। দয়া করে সবাই এর বিরুদ্ধে সোচ্চার হন।’ বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ব্যাপক বিক্ষোভ চলাকালীন সময়েই বহু বিতর্কিত এই নাগরিকত্ব (সংশোধনী) বিল-সিএবি, ২০১৯-এ সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদনের পর বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি ওই বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। ইতোমধ্যে গেজেট আকারে আইনটি কার্যকর করা হয়েছে ভারতে।
স্বাধীনতার পরে ইতিহাসে আমরা সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েছি : অরুন্ধতী রায়
0
Share.