স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা ও র‌্যালী আনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে নীলফামারী জেলা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১১ টায় ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে আয়োজিত সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদের
সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান , সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সানজিদা বেগম লাকী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। অলোচনা অনুষ্ঠানে সাংসদ রাবেয়া আলিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। দেশে এখন আর কোন অভাব নেই। এক সময় দেশের মানুষ না
খেয়ে মারা যেত। বর্তমানে কেউ অনাহারে অর্ধাহারে নেই। সকল দিক দিয়ে এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। ইনশাল্লাহ আগামীতেও বাংলাদেকে আর কারও কাছে হাত পাততে হবে না। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ উপজেলা চত্বরে আয়োজিত উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।এর আগে সকাল ১০ টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্বর হতে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ করা হয়। উল্লেখিত অতিথিবৃন্দসহ র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ কর্মকর্তাগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি- বেসরকারি কর্মকর্তারা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ, এনজিও কর্মী, ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Share.