বাংলাদেশ থেকে ময়মনসিংহ প্রতিনিধি: স্বামীকে হত্যাকাণ্ডের ঘটনায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাফিজা খাতুন ও তার পরকীয়া প্রেমিক আবদুল্লাহ আল মাসুমকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার পাশাপাশি দুজনকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মামলার চার্জশিটভুক্ত অপর আসামি আরমান মামলার সাক্ষ্য চলাকালে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর পলাতক থাকায় আবদুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০১১ সালের ২৮ জুন জেলার মুক্তাগাছা উপজেলার ভাবকী এলাকার দুবাই প্রবাসী হেলাল উদ্দিনকে গলায় কুপিয়ে হত্যা করা হয়। হাফিজা খাতুন তার প্রবাসফেরত স্বামীকে হত্যার জন্য পরকীয়া প্রেমিক সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুমকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ান স্ত্রী হাফিজা খাতুন। তারপর মাসুম ও তার এক সহযোগী বাড়িতে গিয়ে গলায় কুপিয়ে হত্যা করে হেলাল উদ্দিনকে।
স্বামীকে হত্যাকাণ্ডের ঘটনায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড
0
Share.