স্বামীর মারধরে লালমনিরহাটে স্ত্রীর মৃত্যু

0

বাংলাদেশ থেকে লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী নামক এলাকায় মতিয়ার রহমান স্ত্রী। পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টায় পারিবারিক কলহের নিয়ে স্বামী ও তার স্ত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মতিয়ার রহমান জাহানারা বেগমকে হাত দিয়ে আঘাত করেন। এতে জাহানারা বেগম গুরুতর আহত হন। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল হতে স্বামী মতিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আদিতমারী থানার পুলিশ পরিদর্শক মো. রফিক জানান, ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.