বুধবার, জানুয়ারী ২২

স্বৈরাচার আমলের ‘বিশেষ ব্যক্তিদের’ বিদেশ গমনে স্বরাষ্ট্রের অনুমতি নেয়ার নির্দেশ

0

ঢাকা অফিস: গণহত্যাকারী এবং স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা কেন দেয়া হবে না তবে জানতে চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। একইসাথে বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, তাদের বিদেশ গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনাও চাওয়া হয়েছে। জেল কোড অনুযায়ী কারাবন্দীদের সাথে তাদের স্বজন ও আইনজীবীদের সাক্ষাতের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ। এ সংক্রান্ত সরকারের প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।

Share.