স্পোর্টস ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট দলের বর্তমান অধিনায়ক টিম পেইন। তবে পেইনের মেয়াদ শেষ হতে খুব বেশি বাকি নেই। গুঞ্জন উঠেছে স্টিভেন স্মিথের কাঁধে ফের উঠতে পারে দলের দায়িত্ব।তবে এমন গুঞ্জনে কান দিচ্ছেন না ইয়ান চ্যাপেল। অজি সাবেক অধিনায়ক মনে করেন, স্মিথকে যদি ফের দায়িত্ব দেয়া হয় তাহলে আবারও পেছনে ফিরে যাবে দেশের ক্রিকেট।তাই ইয়ান চ্যাপেলের ভান অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হোক প্যাট কামিন্সকে। অজি এই পেসার এখন টেস্টের এক নম্বর বোলার।বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন অধিনায়ক স্মিথ। সেই নিষেধাজ্ঞা শেষ খলেও ফিরে পাননি অধিনায়কের দায়িত্ব। তবে বর্তমান অধিনায়ক পেইন মনে করেন, তাঁর অবসরের পর অধিনায়কত্ব স্মিথকে দায়িত্বে আনা যেতে পারে।তবে চ্যাপেল বলেছেন, “আমার মনে হয় পেছনে না গিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। স্মিথের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া মানে পেছনে ফিরে যাওয়া। এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়া।”এদিকে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়া ক্যামেরন ব্যানক্রফট কদিন আগে সেই ম্যাচের বোলারদের দিকে আঙুল তুলে ফের উত্তপ্ত করে তুলেছেন অজি ক্রিকেটকে। ওই ম্যাচের একাদশে প্যাট কামিন্সও ছিলেন। এরপরও অধিনায়ক হিসেবে কামিন্সকেই পছন্দ চ্যাপেলের।“সেদিন স্মিথের উচিৎ ছিল, ওসব বিতর্কিত কাজ থামিয়ে দেয়া। সেটা সে পারেনি। হ্যাঁ, কামিন্সকে অধিনায়ক করা হলে শুরুতে কিছুটা কথা উঠবে। যদি বল বিকৃতি কাণ্ডে কামিন্স কিছু জানেও, তবু তাকে দোষ দেওয়া উচিত নয়।”
স্মিথকে অধিনায়ক হিসেবে চান না চ্যাপেল
0
Share.