স্মৃতি কথা: শান্তনাময় শান্তিদাতা নকত্রের অবসানের দিন আজ

0

গাজী হুসনে আরা চৌধুরী : আমার যন্ত্রণাময় পৃথিবীর মাঝে শান্তনাময় শান্তিদাতা নকত্রের অবসানের দিন আজ । গত ২০১৩ সালের ১৬ আগস্ট সৃষ্টিকর্তার নির্দেশক্রমেই আমাদেরকে অকুলসাগরে ভাসিয়ে তিনি ফাঁড়ি জমান পরকালে। তিনি আর কেউ নন তিনি আমার আব্বা। যার সাথে  জড়িয়ে আছে হাজারো হাসি-কান্নাময় স্মৃতি। মাঝে মাঝে ইচ্ছে করে চিৎকার বলি আব্বা তুমি ছাড়া কে দেবে আমার অজানা কষ্টের শান্তনা? আব্বা তুমি ছাড়া যে আমি সব সময়ই অসহায়। পৃথিবীর সকল সুখ এনে দিলেও তোমার অপূর্ণতা পুরন হবে না। আব্বা আমি তোমাকে অনেক অনেক মিস করি, আব্বা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আব্বা অনেক রাত পার করে দেই তোমার সাথে কথা বলে, আব্বা অনেক রাত পার করে দেই তোমার স্মৃতিকে স্পর্শ করে, আব্বা অনেক ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাতে ! আব্বা ৭ বছর! মনে হয় না আপনি নেই, মনে হয় অভিমান করে কোথাও লোকিয়ে আছেন, যখন মনে হয় দেশে গেলে আর আপনাকে দেকতে পাবো না, বুকের মাঝে জড়িয়ে ধরতে পারবো না ঠিক তখনি বুকে মাঝে চাপা কষ্ট অনুভব করি, এই কথাটি মেনে নিতে পারি না, ভাবলেই কেন জানি হাত পা ঠান্ডা হয়ে যায়।  মাঝে মাঝে আপনার উপরে খুব অভিমান হয়, আপনি কি ভাবে আপনার আদরের সন্তানদের রেখে অজানা-অচেনা না ফেরার দেশে পাড়ি জমালেন। আব্বা জানতে খুব ইচ্ছে করে আপনি ভালো আছেন তো? আব্বা আমার বিশ্বাস আপনি খুব ভালো আছেন। আব্বা আল্লাহর কাছে যে আমার এই চাওয়া আল্লাহ্‌ যেন আপনাকে খুব খুব বেশী ভালো রাখেন। আল্লাহ্‌ যেন আপনাকে বেহেস্তের সর্বোচ্চ উপরে স্থানে রাখেন।

Share.