বুধবার, ডিসেম্বর ২৫

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি

0

ডেস্ক রিপোর্ট: মুম্বইয়ে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। জানা যায়, মুম্বই-পুনে হাইওয়েতে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ছুটে এসে এ অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। তার স্বামী গীতিকার জাভেদ আখতার আহত না হলেও গুরুতর আহত হন শাবানা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় রায়গড়ের পুলিশ। তাদের গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। ক্ষতি হয়েছে ছুটে আসা সেই ট্রাকটিরও। পুলিশ জানায়, শাবানাকে নবী মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে।

Share.