ডেস্ক রিপোর্ট: মুম্বইয়ে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। জানা যায়, মুম্বই-পুনে হাইওয়েতে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ছুটে এসে এ অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। তার স্বামী গীতিকার জাভেদ আখতার আহত না হলেও গুরুতর আহত হন শাবানা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় রায়গড়ের পুলিশ। তাদের গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। ক্ষতি হয়েছে ছুটে আসা সেই ট্রাকটিরও। পুলিশ জানায়, শাবানাকে নবী মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি
0
Share.