সড়ক দুর্ঘটনায় নিহত- ৫

0

বাংলাদেশ থেকে পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কার ঘটনায় নিহত হয়েছে পাঁচজন দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পাবনা-রাজশাহী সড়কে পাবনা চিনিকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার (৪ জু্লাই) রাত পৌনে ১০ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিজয় (২৩), শিশির (১৯), জিহাদ (২০), শাওন ও সিফাত (২০)। ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, রাতে ঈশ্বরদী থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারটি পাবনায় দিকে যাচ্ছিল। পথে দাশুড়িয়া-পাবনা মহাসড়কের কালিকাপুর পাবনা চিনিকলের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ভেতরে থাকা তিন যুবকের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে এক যুবকের মৃত্যু হয়।

Share.