সড়ক দুর্ঘটনায় বগুড়ায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

0

বাংলাদেশ থেকে বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী আজগর (৭২) বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলী আজগর বগুড়ার সারিয়াকান্দি হিন্দুকান্দী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। এর আগে বৃহস্পতিবার বিকালে ধুনটের কালেরপাড়া ইউনিয়নের আরকাদিয়া ব্রিজে দুর্ঘটনার শিকার হয়ে আহত হন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, বৃহস্পতিবার চিকাশী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে যাওয়ার পথে আরকাদিয়া ব্রিজের কাছে দুর্ঘটনা কবলিত দুজনকে পড়ে থাকতে দেখি। কর্মীদের নিয়ে তাদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শজিমেকে পাঠানো হয়। বগুড়া ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মোটরসাইকেল দুইটি থানায় জব্দ করা আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.