বুধবার, জানুয়ারী ১

হংকংকের বাণিজ্য সুবিধা বাতিল, আদেশে সই ট্রাম্পের

0

ডেস্ক রিপোর্ট: হংকংকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা বাতিলে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঞ্চলটির বাসিন্দারের মানবাধিকার রক্ষায় একটি আইনও পাস করেছে হোয়াইট হাউস। একে অভ্যন্তরীণ বিষয়ে ভয়াবহ হস্তক্ষেপ আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এরমধ্যেই, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। হংকংয়ে চীনা নিরাপত্তা আইন বাস্তবায়নের প্রতিবাদে অঞ্চলটিকে দেয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানকার বাসিন্দারের মানবাধিকার রক্ষায়, চীনা কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে মার্কিন কংগ্রেসে পাস করা হংকং অটোনমি অ্যাক্টেও সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপর তীব্র নিন্দা জানিয়েছে চীন। ওয়াশিংটনের আচরণ অভ্যন্তরীণ বিষয়ে ভয়াবহ হস্তক্ষেপ আখ্যা দিয়ে আইনী অধিকার রক্ষায় মার্কিন নাগরিক, প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে বেইজিং।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নরোধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সফল হবে না। চীনের অভ্যান্তরীণ বিষয়ে সব রকমের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানাচ্ছি। অন্যথায় বেইজিং যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।এরমধ্যেই, জাতীয় নিরপত্তার কারণে স্থানীয় প্রতিষ্ঠানকে ২০২১ সাল থেকে চীনা কোম্পানি হুয়াওয়ের ৫-জি পণ্য ক্রয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ২০২৭ সালের মধ্যে নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের ৫-জি যন্ত্রাংশ সরিয়ে ফেলারও নির্দেশ দেয়া হয়েছে। ব্রিটেনের সিদ্ধান্তকে হতাশাজনক এবং ভুল আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে চীন।

Share.