হংকংয়ে বিক্ষোভ সমর্থনে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা আন্দোলনকারীদের

0

ডেস্ক রিপোর্ট: হংকংয়ের বিক্ষোভ সমর্থনে আইন করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে সেখানকার আন্দোলনকারীরা। থ্যাংকসগিভিংয়ে তারা একটি মিছিল আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানায়। এসময় তাদের হাতে ছিলো মার্কিন পতাকাও। ছিলো ধন্যবাদসূচক স্লোগান।  বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিলে স্বাক্ষর করেছেন যা হংকংয়ে চলমান চীনবিরোধী আন্দোলনে গণতন্ত্রীপন্থী বিক্ষোভকারীদেন সমর্থন দেবে। দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি নামের ওই আইনে বলা হয়, হংকংয়ের স্বায়ত্বশাসন কি বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য কি না তা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, চীন ও হংকংয়ের নাগরিকদের কথা ভেবে এই আইন করেছেন। এরপর হংকং ও চীন এর সমালোচনা করলেও আইনটিকে স্বাগত জানিয়েছেন হংকংয়ে আন্দোলনরত গণতন্ত্রপন্থীরা। ২৩ বছর বয়সী সানি চেং নামে এক আন্দোলনকারী বলেন, ‘এই মিছিলের মাধ্যমে আমরা মার্কিন কংগ্রেস ও প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। যেসব মার্কিনিরা আমাদের এই আন্দোলন সফল করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। অন্যান্য দেশকেও এমন আইন করে সমর্থন দেওয়ারও আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ক্ষুব্ধ বেইজিং দাবি করেছে, ‘কঠোর পাল্টা পদক্ষেপ’ গ্রহণ করা হবে। আর হংকংয়ের দাবি, এই আইন বিশ্বকে ভুল বার্তা দেবে। কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের ফলে হংকং-এ অস্থিরতা বিরাজ করছে। তবে চীনা নিয়ন্ত্রণাধীন আধা স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। গত কিছুদিন ধরে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করছে পুলিশ।

Share.