হংকংয়ে বিক্ষোভ দমনে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

0

ডেস্ক রিপোর্ট: হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ওই অঞ্চলের পর্যটন জেলা টিসিম সা টিসুই থেকে তাদের সরাতে গিয়ে সংঘর্ষ হয়। রবিবার (২৭ অক্টোবর) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও পেপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকেও আটক করে তারা। কাতারভিত্তিক সংবামাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত ৯ জুন থেকে সেখানে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরে তীব্র আন্দোলনের মুখে ওই বিল বাতিল করে কর্তৃপক্ষ। এখন হংকংয়ের বৃহত্তর স্বাধীনতা ও বৃহত্তর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করছে তারা। এ আন্দোলন প্রায় পাঁচ মাসে গড়িয়েছে। সাপ্তাহিকভাবে অনুষ্ঠিত ওই বিক্ষোভ ক্রমাগত সহিংস হয়ে উঠছে। মূলত হংকংয়ে চীন হস্তক্ষেপ করছে অভিযোগ তুলে এখন আন্দোলন করছে বিক্ষোভকারীরা। তবে চীন ওই অভিযোগ অস্বীকার করে আসছে। রবিবার সকালে হংকংয়ের পর্যটন জেলা টিসিম সা টিসুই থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ। সেখানে বেষ্টনি দিয়ে নাথান রোডের প্রধান প্রবেশদ্বারে গাড়ি ঢুকতে বাধা দেয় পুলিশ। পরে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও পেপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। সে সময় তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়। পরে নাথান রোডের দোকানগুলো বন্ধ করে কর্তৃপক্ষ। আল জাজিরার হংকং প্রতিনিধি দিভিয়া গোপালান বলেন, ‘বিক্ষোভকারীরা এখন পাঁচ দাবিতে আন্দোলন করছে। দাবির মধ্যে রয়েছে- বৃহত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও পুলিশি নিপীড়নের তদন্ত…।’ আন্দোলনকারীরা জানিয়েছে, আন্দোলনের সময় পুলিশি নির্যাতনের তদন্ত দাবিতে আজকের (রবিবার) বিক্ষোভ।

Share.