ডেস্ক রিপোর্ট: হংকংয়ে ৫৩ গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরটির কেন্দ্রে বিক্ষোভের সময় তাদের গ্রেপ্তার করা হয়। এদিন পুলিশের নিষেধাজ্ঞ অমান্য করে রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে মরিচের স্প্রে ছুড়েছে পুলিশ। হংকংয়ের উপর চীনের জাতীয় নিরাপত্তা বিল প্রণয়নের ঘোষণা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে এই বিক্ষোভে নামে গণতন্ত্রপন্থিরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পুলিশ বুধবার জানায়, মঙ্গলবার নির্দেশ অমান্য করে অননুমোদিত সমাবেশে অংশ নেয়ায় ও অবৈধ সমাবেশ আয়োজন করায় ৩৬ জন পুরুষ ও ১৭ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ করেছে হংকং সরকার।এদিকে, বিক্ষোভকারীরা জানিয়েছে, আগামী দিনগুলোয় আরো বিক্ষোভ সমাবেশ করবে তারা। বিক্ষোভকারীরা জানায়, চীনের প্রস্তাবিত নিরাপত্তা বিলটি হংকংয়ের স্বাধীনতা হরণ করে নেবে।
প্রসঙ্গত, চীনের প্রস্তাবিত বিলটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।তবে বেইজিং ও হংকংয়ের কর্মকর্তারা দাবি কররেছেন, বিলটি নিয়ে উদ্বেগের কারণ নেই। এটি অল্পসংখ্যক ‘সমস্যা সৃষ্টিকারীদের’ টার্গেট করে বানানো হচ্ছে। চীনের পার্লামেন্টের সর্বোচ্চ ক্ষমতাশালী সংস্থা ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্থায়ী কমিটি বিলটির খসড়া নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। চীনা গণমাধ্যম বুধবার জানিয়েছে, এ মাসের ১৮-২০ তারিখে এই বৈঠক হবে।
হংকংয়ে ৫৩ বিক্ষোভকারী গ্রেপ্তার, সামনে আরো বিক্ষোভের পরিকল্পনা
0
Share.