ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মহামারির মধ্যে দ্বিতীয় বছরের মতো কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুরে আরাফাত ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা শুরু হয়। আত্মশুদ্ধি ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আবেদন নিয়ে প্রায় ৬০ হাজার মানুষ আরাফাত ময়দানে অবস্থান করছেন।অন্তরের সবটুকু দরদ দিয়ে হাজারও কণ্ঠে উচ্চারিত হচ্ছে- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।চলতি বছর হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা। তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদেরও সদস্য।বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে মহান আল্লাহতায়ালার প্রশংসা, রাসুলুল্লাহর (সা.) ওপর দরুদ পাঠ করে তিনি খুতবা শুরু করেন। ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা আরবি ভাষায় এই খুতবা দিলেও পরে বাংলাসহ ৯টি ভাষায় তা অনুবাদ করা হয়।খুতবার শুরুতে তিনি মহান আল্লাহতায়ালার প্রশংসা, রাসুলুল্লাহর (সা.) ওপর দরুদ পাঠ করেন। পাশাপাশি উপস্থিত হাজীদের সুস্থতা কামনায় দোয়া করেন।ড. বান্দার বলেন, আল্লাহতায়ালা বলেছেন, আমি ছাড়া কারও ইবাদত করবে না এবং কাউকে শরিক মানবে না। নবীজী (সা.) বর্ণনা করেছেন, তোমরা পৃথিবীতে বসবাসকারীদের ওপরে দয়া কর, আল্লাহ তায়ালা তোমাদের ওপর দয়া করবেন।
হজের খুতবায় যা বললেন বান্দার বিন আবদুল আজিজ বালিলা
0
Share.