বুধবার, জানুয়ারী ২২

হত্যাকাণ্ডে জড়িত পুলিশদের তালিকা হচ্ছে: সাখাওয়াত হোসেন

0

ঢাকা অফিস: স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৫ আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে এসে এ কথা জানান তিনি। রাষ্ট্রীয় বাহিনী বিশেষ করে পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাবকে আগের সরকার দানব বানিয়ে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, বাহিনীগুলো আর কোনো সরকারের হুকুম পালন করবে না। যারা বাহিনীগুলোকে দানব বানিয়েছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা হবে। ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এরইমধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেয়া হয়েছে। বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যেই পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। কমিশন হয়ে গেলে সেই নিয়মে পুলিশ চলবে। এছাড়া সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দিয়ে ছাত্রদের উদ্দেশে এম সাখাওয়াত বলেন, তাদের আন্দোলন কেউ কেড়ে নিতে পারবে না।

Share.