বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

হবিগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত আটক

0

ঢাকা অফিস: হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা থেকে ডাকাতির জন্য প্রস্তুত হবার সময় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায় যে শনিবার বাংলাদেশ সময় রাতে ওই এলাকার ব্রিজের কাছে ৬-৭ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদ গোপন সূত্র থেকে পেয়ে লাখাই থানার ওসি মো. সাইদুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তিনজন ডাকাতকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। আটকরা বানিয়াচংয়ের বাসিন্দা হওয়ায় রাতেই তাদেরকে বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজমিরীগঞ্জ-বানিয়াচঙ্গ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম বলেন, তদন্তের স্বার্থের জন্য ডাকাতদের নাম উল্লেখ করা হচ্ছে না। আটকদের সহযোগীদেরকেও গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Share.