হবিগঞ্জে মেছো বিড়াল ও দুইটি শাবক উদ্ধার

0

বাংলাদেশ থেকে হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং ও নবীগঞ্জ থেকে একটি মেছো বিড়াল এবং দুই শাবক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। এর আগে বানিয়াচংয়ের কাদিরগঞ্জ বাজার এলাকা থেকে মেছো বিড়ালের দুইটি শাবক ও নবীগঞ্জের লক্ষ্মীপুর থেকে একটি মেছো বিড়াল উদ্ধার হয়। এসব উদ্ধারকালে ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, ফরেস্টার খায়রুল আলম, অফিস স্টাফ তাপস ভর, টিপলু দেব, অনুরঞ্জন অদিকারী, সাংবাদিক হৃদয় খাঁন, সমাজসেবক মোঃ বুরহান উদ্দিন প্রমুখ। ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, উদ্ধারকৃত দুই শাবক মা মেছো বিড়ালের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর আহত মেছো বিড়ালের চিকিৎসা চলছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, মেছো বিড়াল মানুষকে আক্রমণ করে না। তারা খাবারের সন্ধানে এসে লোকজনের হাতে আটক হচ্ছে। মেছো বিড়াল পরিবেশের উপকারী প্রাণী। এটি রক্ষায় সকলকে একযোগে কাজ করে যেতে হবে।

 

 

Share.