শুক্রবার, ডিসেম্বর ২৭

হাইকোর্ট মাজার গেটের সামনের রাস্তা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার: শাহবাগের হাইকোর্ট মাজার গেটের সামনের রাস্তা থেকে অজ্ঞাতনামা (৫২) এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(৩০ ডিসেম্বর)বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) রাশেদুল আলম জানান,আমরা খবর পেয়ে হাইকোর্ট মাজার গেটের সামনে রাস্তা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি অচেতন অবস্থায় উদ্ধার করি।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলচ্ছে,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই ব্যক্তি ওই এলাকায়তে থাকতো অসুস্থতা কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা ।তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট মৃত্যুর সঠিক কারন জানা যাবে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিংগারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা যাবে।

Share.