ডেস্ক রিপোর্ট: হাইতিতে ১৭ জন মার্কিন খ্রিস্টান মিশনারিকে অপহরণ করেছে জঙ্গিরা। অপহৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। শনিবার হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এ ঘটনা ঘটে। খবর এএফপির স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, অপহরণের সঠিক কারণ সম্পর্কে এখনো জানা যায়নি তবে মিশনারিদের বিমানবন্দরের দিকে যেতে দেখা গিয়েছে। গেল কয়েক দশক ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছে হাইতিজুড়ে। আইনশৃঙ্খলার অবনতি দেশটিকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। চলতি বছরের জুলাই মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে তার বাড়িতে হত্যার পর আরো অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয় হাইতিজুড়ে। এই হত্যার কারণ এখনো রহস্যে ঘেরা। এদিকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেনিফার ভিয়াও জানিয়েছেন, অপহরণের এই ঘটনা পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে কর্মঘণ্টার বাইরে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হাইতিতে অবস্থিত মার্কিন দূতাবাস। তবে হাইতির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, অপহরণের বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।
হাইতিতে ১৭ জন মার্কিন খ্রিস্টান মিশনারিকে অপহরণ
0
Share.