বুধবার, জানুয়ারী ২২

 হাজারীবাগের পর এবার বাড্ডায় আগুন বাড্ডায় আগুন

0

 ঢাকা অফিস: ঢাকায় হাজারীবাগের বস্তির পর এবার বাড্ডার সাঁতারকুল ইয়াসিন নগরে একটি গ্যারেজে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, বেলা ১২টার দিকে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ ঝাউচর এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।

Share.