বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

হাজারীবাগের বেড়িবাঁধে পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু

0

ঢাকা অফিস: হাজারীবাগ বেরিবাঁধ বালুর মাঠ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছাঃ শিল্পী আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১১:৩০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে একটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতর ছেলে হৃদয় জানান, আমার মা বাসা বাড়িতে কাজ করে, বাবা রিক্সাচালক আজ সকালের দিকে হাজারীবাগ বেরিবাঁধে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলা গৌরনদী থানা নরসিংগাল পট্টি এলাকায়। বর্তমানে, হাজারীবাগের বেরিবাঁধ বউবাজার বালুর মাঠ এলাকার একটি বাসায় স্বামী আল-আমিনের সঙ্গে ভাড়া বাসায় থাকত। নিহত এক মেয়ে দুই ছেলের জননী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে একটি অবগত করা হয়েছে।

Share.