শনিবার, ডিসেম্বর ২৮

হাজীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলের মৃত্যু

0

বাংলাদেশ থেকে চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জের দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টায় সড়ক বন্ধ রাখে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বলাখাল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মনবাড়িয়ার নাছির নগর উপজেলার শ্রীপুর গ্রামের জিল্লুর রহমান (৪৬) ও তার ছেলে বায়জিদ (৮)। নিহতের বড় ছেলে জুবায়ের বলেন, বলাখাল বাজারে আমার মালিকানাধীন মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তাবারক দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় আমার বাবা ও ছোট ভাই। পিকআপ ভ্যান তাদেরকে ছাপা দিলে ঘটনাস্থলে বাবা ও ছোট ভাইয়ের মৃত্যু হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজেদুল করিম জোয়ার্দার বলেন, দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। দুই মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Share.