মঙ্গলবার, ডিসেম্বর ২৪

হাজী সেলিমসহ ৩ জনকে নতুন মামলায় গ্রেপ্তার

0

ঢাকা অফিস: চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ তিনজনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার (৭ অক্টোবর) সকালে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের। পরে আদালতে তাদের শুনানি হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করে মেট্রোপলিটন মেজিস্ট্রেট মাহবুব রহমানের আদালতে তাদের নতুন করে এ মামলায় গ্রেপ্তার আদেশ দেন। এ মামলায় আরও দুইজন আসামি ঢাকা উত্তরের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

Share.