হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় এক যুবক নিহত

0

ঢাকা অফিস: হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ জাহিদুল মিয়া(২৪)নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে নিয়ে আসা আব্দুল জলিল জানান, জাহিদুল তেজগাও শিল্প এলাকার একটি কোম্পানিতে চাকরি করতেন।কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কার তার মোটরসাইকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজেতপুর থানার মোঃ মহিউদ্দিনের সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.