হামলা বন্ধের দাবি ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্য-আয়ারল্যান্ড-কানাডায় বিক্ষোভ

0

ডেস্ক রিপোর্ট:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। এর মধ্যে নতুন করে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডায়। এসব বিক্ষোভে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধের দাবি জানানো হয়। রবিবার (১৫ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স, বিবিসি ও আল জাজিরা। বিবিসি বলছে, শনিবার হাজার হাজার ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী রাজধানী শহর লন্ডন এবং ম্যানচেস্টারসহ যুক্তরাজ্য জুড়ে রাস্তায় নেমেছেন। এর মধ্যে লন্ডনে বিবিসির নিউ ব্রডকাস্টিং হাউস থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। আরও পড়ুন :ফিলিস্তিন যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদে ভোটের আহ্বান রাশিয়ার রয়টার্স বলছে, হাজার হাজার ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে মিছিল করেছেন। এ সময় তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করার দাবি জানান। এসময় ইসরায়েলকে সমর্থন করার জন্য ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সরকারকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা স্লোগান দেন। বেলাল স্টিতান নামে ২২ বছর বয়সী এক শিক্ষার্থী শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন। এসময় তিনি গাজায় তার আত্মীয়দের জন্য ভীত বলেও জানান। ‘গাজায় কেউই ঠিক নেই। আমার পরিবার সবাই গাজায় আছে এবং তাদের কেউই ঠিক নেই।’ ২৯ বছর বয়সী ফার্মাসিস্ট আসমত মালিক বলেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর যে নিপীড়ন চলছে তা দেখে মানুষ ক্ষুব্ধ। হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে আগেই। নিহতদের মধ্যে বহু সেনা সদস্যও রয়েছে। এছাড়া হামাসের হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ইসরায়েলি।

Share.