বুধবার, জানুয়ারী ২২

হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে দুস্থও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ থেকে মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কতৃপক্ষের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল, আলু ও পিয়াজ বিতরণ করা হয়। ২ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় হার্ভার্ড ইন্টারন্যাশনাল মিলনায়তনে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। তার পূর্বে দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপনের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি  এমরান হোসেন মজুমদার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল । এসময় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল এ কে এম মোসাব্বির চৌধুরী, ভাইস প্রিন্সিপাল সোমা আক্তার রিমি, শিক্ষিকা  তাজমি আক্তার, তাসলিমা আক্তার, শিক্ষক রাসেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সুবর্ণা দত্ত। জানা যায় যে গত ২৩ জুন তারিখ মৌলভীবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের জনপ্রতি ৬ কেজি করে চাল বরাদ্ধ প্রদান করা হয়। অবশ্য তারপূর্বেই এই করোনা মহামারী লকডাউনের সময় সরকারের কাছে শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সহায়তা চাওয়ার জন্য নামের তালিকা চেয়েছিল মৌলভীবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন। সেই নামের তালিকা অনুযায়ী হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নামে বরাদ্ধ করা হয় মাত্র ৬০ কেজি চাল। মৌলভীবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য হিসেবে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালকের নির্দেশক্রমে স্কুলের পক্ষ থেকে প্রিন্সিপাল সেই বরাদ্ধ গ্রহন করেন পরবর্তী সময়ে সকল শিক্ষক-শিক্ষিকাদের সাথে আলোচনা করেন পরিচালক। এতে শিক্ষক শিক্ষিকারা মনে করেন একজন শিক্ষক বা শিক্ষিকাকে ৬ কেজি চাল (যা সরকার নির্ধারিত বাজার মুল্য ৬ কেজি চাল ৬০ টাকা) বরাদ্ধ করে শিক্ষক সমাজকে শুধু অপমানই নয়  বরং উপহাসও করা হয়েছে। তাই সেই বরাদ্ধের নামে তামাশা প্রতি হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা ঘৃণা ও নিন্দা  প্রকাশ করেন। এবং সেই বরাদ্ধকতৃ চাল প্রকৃত দাবীদারদের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মৌলভীবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদকে উদ্দেশ্য করে বর্তমান সমাজে শিক্ষকের অবস্থান ও মর্যাদা সম্পর্কে জানতে চেয়ে বক্তব্য প্রদান করেন। এবং শিক্ষক-শিক্ষিকারা বক্তব্যে বার বার বলেছেন “সমাজে শিক্ষকের মর্যাদা থাকুক এগিয়ে” এদিখে অতিথির বক্তব্যে মৌলভীবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এমরান হোসেন মজুমদার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল বলেন, আমরা অনুদান পেয়েছি মাত্র ৫টন চাল, আর মৌলভীবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাদিন মৌলভীবাজার উপজেলার স্কুলগুলোতে  রয়েছেন ৯০০ শ’ও বেশী শিক্ষক-শিক্ষিকা। আমরা যা তা সবার মাঝেই সমান ভাগে ভাগ করে দিয়েছি। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ বলেন, এই মহামারী সময়ে সবাই সবার পাশে দাড়াতে হবে বিশেষ করে এই সমাজের ধনী ব্যাক্তিরা এগিয়ে আসতে হবে। হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, একজন শিক্ষক-শিক্ষিকাকে ৬ কেজি চাল প্রদানের বিষয়টি সত্যিই দুঃখজনক। তবে কোন সংগঠন অনুদান গ্রহণের পূর্বেই নিজের সংগঠনের সদস্য সংখ্যা ও প্রাপ্ত অনুদানের বিষয় সম্পর্কে সচেতন হওয়া উচিৎ। মৌলভীবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নামে বরাদ্ধ করা ৬০ কেজি চালের সঙ্গে আরও ৯০ কেজি চাল, ৫০ কেজি আলু ও ৫০ কেজি পেয়াজ প্রদান  করেন হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলকতৃপক্ষের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এবং স্কুল কতৃপক্ষের পক্ষ থেকে সেই মহতি উদ্যোগ গ্রহণ করায় সকল শিক্ষক ও শিক্ষিকাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Share.