হাসপাতালের জানালা থেকে পড়ে রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লুকয়েলের চেয়ারম্যানের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক লুকয়েলের চেয়ারম্যান রাভিল ম্যাগানভ বৃহস্পতিবার মস্কোর একটি হাসপাতালের জানালা থেকে পড়ে মারা যান। কিছু রাশিয়ান মিডিয়া অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ৬৭ বছর বয়সী ম্যাগানভের মৃত্যুর খবরও জানিয়েছে। তিনি লুকলের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। ম্যাগানভের মৃত্যু সম্পর্কে লুকয়েল থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কোম্পানিটির সূচনার পরপরই ম্যাগানভ ১৯৯৩ সাল থেকে লুকয়েলে কাজ করেছিলেন। তিনি প্রতিষ্ঠানটির পরিশোধন, উৎপাদন এবং অনুসন্ধানের তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০২০ সালে তিনি চেয়ারম্যান হন। তার ভাই নেইল রুশ তেল উৎপাদনকারী মাঝারি আকারের প্রতিষ্ঠান টাটনেফটের প্রধান। রাভিল ম্যাগানভ লুকয়েলের অন্যতম প্রতিষ্ঠাতা ভ্যাগিট আলেকপেরভের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের ওপর নিষেধাজ্ঞার অংশ হিসাবে ব্রিটেন সাবেক সোভিয়েত উপ-তেল মন্ত্রী আলেকপেরভের ওপর সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এর এক সপ্তাহ পর গত এপ্রিল মাসে লুকয়েলের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন তিনি।

Share.