সোমবার, ডিসেম্বর ২৩

হাসপাতালে আগুন, করোনা রোগীর মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।  ভোর সাড়ে চারটার দিকে হাসপাতালের করোনা ডেডিকেটেড রাধারাণী ওয়ার্ডে আগুন লাগে। একজন রোগীর স্বজন প্রথম আগুন দেখতে পান। তারপর তিনি অন্যদের ঘুম থেকে ডেকে তোলেন। এসময় নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন ওয়ার্ডের এক রোগীর স্বজনরা । খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক ইঞ্জিন এলেও এর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। ওই ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমান জেলার গলসির বড়মুড়িয়া গ্রামের সন্ধ্যা মণ্ডল (৬০) নামে এক নারী। তিনি হাসপাতালের বেডেই পুড়ে মারা যান। তা কারো চোখে পড়েনি বলে দাবি করেছেন হাপাতালের অন্যান্য রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একটি বেডেই আগুন লাগে। তবে কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। মশারির মধ্যে থাকায় এবং অক্সিজেন চলার ফলে ভয়াবহ আকার নেয় জানিয়ে কর্তৃপক্ষ বলছে, আগুন ১০ মিনিটেই নিভে যায়

Share.