ডেস্ক রিপোর্ট: রোমানিয়ার একটি হাসপাতালের প্রসূতি ইউনিটে ১০ নবজাতক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তাদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। অ্যান্টেনা-৩ টেলিভিশনকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু বলেন, এসব শিশুদের মায়েদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। কিন্তু বাচ্চাগুলোর দেহে করোনা পজেটিভ এসেছে। কাজেই আমাদের ধারনা চিকিৎসাকর্মীদের মাধ্যমেই এটা ছড়িয়েছে। নবজাতকদের একজন ছাড়া বাকিদের কারও শরীরে কোনো উপসর্গ দেখা না দিলেও মাসহ তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালের কর্মকর্তাদের কার্যক্রমের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তাতারু বলেন, প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেয়া হবে। স্থানীয় জনস্বাস্থ্য অধিদফতরের প্রধানকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। এক মা বলেন, গত দুদিন ধরে আমার মনে হয়েছে যে আমি যেন বিভীষিকাময় চলচ্চিত্র জগতে বসবাস করছি। তিনি বলেন, চিকিৎসাকর্মীরা কোনো মাস্ক পরেন না। হাসপাতালে করোনা ভাইরাস আছে বলে বুধবারই তিনি শুনতে পেয়েছেন বলে জানান ওই নারী।
হাসপাতালে করোনা ভাইরাসে ১০ নবজাতক আক্রান্ত
0
Share.