ডেস্ক রিপোর্ট: হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। এর আগে তার করোনাভাইরাসে পজিটিভ এসেছে।শুক্রবার এক টুইটপোস্টে তিনি বলেন, আমি মুম্বাইয়ের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।চিকিৎসকদের পরামর্শে পূর্বসতর্কতা হিসেবে তিনি হাসপাতালে যাচ্ছেন। তবে কয়েকদিনের মধ্যেই বাসায় ফিরে আসতে পারবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।জানা যায়, গেল কয়েক সপ্তাহে মুম্বাইসহ ভারতের বেশ কয়েকটি শহরে করোনার প্রকোপ তুমুলভাবে বাড়ছে।৪৭ বছর বয়সী শচীন এমন এক সময় হাসপাতালে গেলেন, যখন বিশেষজ্ঞদের মতে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলছে।মহামারীর দ্বিতীয় ঢেউয়ের দাপটের মধ্যে ৬ মাস পর একদিনে ৮১ হাজারের বেশি রোগী দেখল ভারত।শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় নতুন ৮১ হাজার ৪৬৬ রোগী শনাক্তের খবর দিয়েছে।দক্ষিণ এশিয়ার এ দেশটিতে গত বছরের ২৮ সেপ্টেম্বরের পর একদিনে আর এত রোগী মেলেনি, জানিয়েছে আনন্দবাজার।
হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত শচীন
0
Share.