শনিবার, ডিসেম্বর ২৮

হাসপাতালে রুম না পাবার তথ্য ভিত্তিহীন: মাশরাফি

0

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা হাসাপালে বেড পাননি, এমন সংবাদ প্রচারের পর নিজেই জানালেন, সেটি সঠিক নয়। সোমবার বিকেলে ফেসবুক পোস্টে মাশরাফি বলেন, আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।  চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে বেড পাননি, এমন সংবাদ নিয়ে তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোনও কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনেও ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।’ করোনা থেকে মুক্তি পেতে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।  মাশরাফি বলেন, ‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

Share.