বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

হায়দ্রাবাদে ধর্ষকদের গণপিটুনি দেওয়া উচিত: জয়া বচ্চন

0

ডেস্ক রিপোর্ট: হায়দ্রাবাদের তরুণী ধর্ষণে জড়িতদের গণপিটুনিতে শাস্তির আহ্ববান জানিয়েছেন প্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন। বলিউডে এই অভিনেত্রী বলেন, ধর্ষকদের সবার সামনে এনে গণপিটুনি দেওয়া উচিত।’ সোমবার ধর্ষণের ঘটনার প্রেক্ষিতেই উত্তাল হয়ে ওঠে সংসদ। কেউ কেউ ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি দেওয়া বা খোজা করে দেওয়ারও দাবি তোলেন। ২৭ নভেম্বর টোন্ডাপল্লি টোল প্লাজার কাছে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে খুনের পর তার মরদেহ পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় এক পেট্রল পাম্পের কর্মীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ওই পাম্পের কর্মীরা চার অভিযুক্তকে বোতলে পেট্রল বিক্রি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর বোতলে পেট্রল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে তেলেঙ্গানা রাজ্য সরকার। জয়া বচ্চন আবেগপ্রবণ হয়ে রাজ্যসভায় বলেন, ‘ধর্ষকদের মানুষের মাঝখানে এখানে গণপিটুনি দেওয়া উচিত।’ সরকারের উদ্দেশ্যে তাঁর দাবি, ‘আগে কতবার এই ধরনের অপরাধের জন্য বলতে উঠেছি। আমি মনে করি এ বার সময় এসেছে। নির্ভয়া হোক বা কাঠুয়া কিংবা তেলঙ্গানা-মানুষ জানতে চায়, ঘটনার বিচার দিতে সরকার কী করছে? এবার তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে।  তিনি বলেন, বারবার একই জায়গায় লজ্জাজনক ঘটনা ঘটছে। কেন সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রশ্নের মুখোমুখি হবেন না? অনেক দেশ রয়েছে যেখানে এই ধরণের ঘটনা ঘটলে মানুষ নিজেরাই অপরাধীদের শাস্তি দেয়। এক্ষেত্রেও ধর্ষকদের মানুষের মাঝখানে এনে ছেড়ে দেওয়া উচিত ও গণপিটুনি দিতে হবে।’ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু মহিলাদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই ন্যাক্কারজনক অপরাধ বন্ধের জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা ও মানসিকতায় বদল ঘটানোর চেষ্টা করতে হবে। তারপরই চরম শাস্তির দিকে এগনো উচিত।

Share.