রবিবার, জানুয়ারী ২৬

‘হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো’

0

ডেস্ক রিপোর্ট:  আফগানিস্তানের নারীদের অধিকারের কথা বলতে গিয়ে তালেবানের এক কর্মকর্তা হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো বলে মন্তব্য করেছেন। এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই নিন্দা জানাচ্ছেন। খবর দ্যা ইন্ডিপেনডেন্টের।তালেবানের ওই সদস্য বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা নারীরা হলো ‘কাটা তরমুজ’। জিয়া শাহরিয়ার নামে বিবিসির একজন সাংবাদিক ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন।এবার ক্ষমতা নেওয়ার পর তালেবান নারী ও শিশুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তালেবানের নতুন সরকারে উচ্চ পর্যায়ে ঠাঁই হয়নি নারীদের। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও আন্দোলন করছেন আফগান নারীরা।

Share.