ডেস্ক রিপোর্ট: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চালানো এই হামলায় হুথি নিয়ন্ত্রিত সানার আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস সানার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি জানান, হামলার সময় তিনি একটি বিমানে উঠতে যাচ্ছিলেন। ওই বিমানের একজন ক্রু আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সানার বিমানবন্দর ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলের হুদাইদা, সালিফ এবং রাস কানাতিব বন্দর এলাকার সামরিক স্থাপনা এবং হেজিয়াজ ও রাস কানাতিবের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। হুথি-নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সির তথ্যমতে, সানার বিমানবন্দরে হামলায় তিনজন এবং হুদাইদায় আরও তিনজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪০ জন। হামলার পর হুথি বিদ্রোহীরা দ্রুত প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হুথি বিদ্রোহীরা ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ দেখাতে প্রস্তুত রয়েছে। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হুথিদের বিরুদ্ধে আমাদের অভিযান কেবল শুরু হয়েছে। আমরা তাদের সঙ্গে মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।’
হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় নিহত- ৬
0
Share.