বুধবার, জানুয়ারী ২২

হেনরী দম্পতি আবারো চতুর্থ দফায় চার দিনের রিমান্ড শুরু

0

বাংলাদেশ থেকে সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু দম্পতির চতুর্থ দফায় চার দিনের রিমান্ড শুরু হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করা হলে সরকার ও আসামী পক্ষের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ তাদের জামিন আবেদন নাকচ করে অস্ত্র মামলায় তাদের চার দিনের নিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৫ আগষ্ট সরকার পতনের পর তাদের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়। তারা পালিয়ে যান। গত ৩০ সেপ্টেম্বর মৌলভি বাজারের বর্শীছড়া এলাকা থেকে হেনরী দম্পতিকে গ্রেপ্তার করে র‌্যাব। এর পর দম্পতি সিরাজগঞ্জে আনা হয়। ২ অক্টোবর প্রথম তাদের আদালতে হাজির করা হয় যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় । এ মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর যুবদল কর্মী সুমন হত্যা মামলায় ৫ দিন, ছাত্র দল কর্মী লতিফ হত্যা মামলায় ৪ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় এই দম্পতিকে। কারাগার থেকে বুধবার আদালতে হাজির করা হয় অস্ত্র মামলায়। মামলায় আবারও চারদিন রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেফতারের পর এ নিয়ে ৩১ দিন কারাবাসের ২০ দিনই পুলিশের রিমান্ডে থানা হাজতে কাটাচ্ছেন হেনরী লাবু দম্পতি।

Share.