ডেস্ক রিপোর্ট: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোমবার সন্ধ্যায় এক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ ফরাসি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। ‘জিহাদিদের’ বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফরাসি সেনারা দেশটিতে অবস্থান করছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। ২০১৩ সালে ফরাসি বাহিনী এ অঞ্চলের সংঘাতে যুক্ত হওয়ার পর এটিই দেশটির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা বলে মন্তব্য করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর। এ প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ফরাসি সেনারা। মালি-র সাহেল অঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে সাড়ে চার হাজারেরও বেশি ফরাসি সেনা মোতায়েন রয়েছে। তবে হামলার জন্য দেশটির কিছু অঞ্চলকে লঞ্চপ্যাড বা ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকে বিদ্রোহীরা।
হেলিকপ্টার দুর্ঘটনায় মালিতে ১৩ ফরাসি সেনা নিহত
0
Share.