শনিবার, জানুয়ারী ২৫

হোটেল থেকে পড়ে ভারতে রাশিয়ান ধনকুবেরের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট:  ভারতে হোটেল থেকে পড়ে গিয়ে এক রাশিয়ান ধনকুবের মৃত্যু হয়েছেন। শনিবার ওডিশা রাজ্যের রায়াগাাদা জেলায় এ ঘটনা ঘটে। ভারতীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের নাম পাভেল আনতভ। এর দুই দিন আগে আনতভের ৬৫তম জন্মদিনে তার সফরসঙ্গী বন্ধু ভ্লাদিমির বুদানভের মৃত্যু হয়। খবর সিএনএনের। পাভেল আনতভের মৃত্যুর বিষয়ে ওডিশার পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ শর্মা মঙ্গলবার বলেছেন, এটা অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিবদ্ধ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আর আনতভের বন্ধু বুদানভের মৃত্যু হৃদ্‌রোগে হয়েছে বলে জানান তিনি। পাভেল আনতভ পশ্চিম রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের আঞ্চলিক পার্লামেন্টের সদস্য ছিলেন। ২০১৮ সালে মার্কিন সাময়িকী ফোর্বসের করা রাশিয়ার ১০০ জন শীর্ষ ধনী সরকারি কর্মকর্তার তালিকায় ছিলেন তিনি। সে বছর তার মোট আয় ছিল ১৪ কোটি ডলার। চলতি বছর জুনে হোয়াটসঅ্যাপে ইউক্রেন যুদ্ধবিরোধী একটি স্ট্যাটাস দিয়ে বিতর্কে জড়ান আনতভ। পরে অবশ্য স্ট্যাটাস মুছেও দেন। বলেন, সেটি ছিল দুর্ভাগ্যজনক ভুল এবং প্রযুক্তিগত ত্রুটি। একই সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের প্রতি সমর্থন জানান। বিষয়টি নিয়ে কলকাতায় রাশিয়ার কনসাল জেনারেল আলেক্সি ইদামকিন রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে বলেছেন, রাশিয়ার দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। দুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

Share.