ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউস ছাড়ার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকেও ছেড়ে দিবেন তার স্ত্রী মেলানিয়া। ট্রাম্পকে তালাক দেওয়ার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন তিনি। অথচ ২০১৬ সালে ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার খবরে আনন্দে কান্নায় ভেঙে পড়েছিলেন মেলানিয়া ট্রাম্প। কারণ তিনি বিশ্বাসই করতে পারেননি সেই নির্বাচনে ট্রাম্প জিততে পারেন। তাই সেসময় ট্রাম্পের বিজয়টা সেসময় তার কাছে ছিলো অভাবনীয়। তবে ট্রম্পের হেরে যাওয়ার পর থেকে এখনও মুখ খোলেননি মার্কিন ফার্স্টলেডি। তবে মেলানিয়া এখনেই ট্রাম্পকে তালাক দিচ্ছেন না। হোয়াইট হাউস থেকে বের হওয়ার পরেই তালাকের প্রস্তুতি নিবেন। কারণ মেলানিয়ার আশঙ্কা হোয়াইট হাউসে থাকা অবস্থায় তালাকের ব্যবস্থা নিলে ট্রাম্প ক্ষমতা খাটিয়ে তার কোনও ক্ষতি করতে পারেন। ট্রাম্পের সাবেক সহযোগী ওমারোসা ম্যানিগোল্ট নিউম্যান দাবি করছেন, ট্রাম্প দম্পতির ১৫ বছরের বৈবাহিক জীবন কার্যত শেষ হয়ে গেছে। হোয়াইট হাউস থেকে বের হয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেলানিয়া। এদিকে ট্রম্পের আরেক সাবেক সহযোগী স্টেফাইন ওকঅফ বলেন, হোয়াইট হাউসে পৃথক শয়নকক্ষে থাকেন ট্রাম্প দম্পতি। তাদের দাম্পত্য জীবনকে ‘এক ধরনের বাণিজ্যিক লেনদেনভিত্তিক’ সম্পর্ক হিসেবেও অভহিত করেন ওকঅফ। ২০১৬ সালে ক্ষমতা গ্রহণের দিনটিতে হোয়াইট হাউসে পৌঁছে মেলানিয়াকে পেছনে ফেলে ট্রাম্পের হনহন করে হেঁটে যাওয়ার দৃশ্য হয়তো কেউ ভোলেননি। সে সময় অপ্রস্তুত মেলানিয়াকে স্বাগত জানিয়ে হোয়াইট হাউসে নিয়ে ঢুকে বারাক ওবামা। এছাড়া নিউইয়র্ক থেকে হোয়াইট হাউসে এসে উঠতে পাঁচ মাস সময় নিয়েছিলেন মেলানিয়ার। প্রকাশ্যে বলা হয়েছিল, ট্রাম্প এবং মেলানিয়ার ছেলে ব্যারনের স্কুল শেষ করতে এ সময় লেগেছিল।
হোয়াইট হাউসে একসঙ্গে রাত কাটান না ট্রাম্প দম্পতি, তালাকের অপেক্ষায় মেলানিয়া
0
Share.