মঙ্গলবার, ডিসেম্বর ২৪

১ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

0

ঢাকা অফিস: খুলনার কয়রায় প্রথম শ্রেণির স্কুলছাত্রী (৬) কে ধর্ষণের ঘটনা ঘটেছে। অসুস্থ অবস্থায় মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার এ ঘটনায় কয়রার বাইলার হানিয়া গ্রামের মাদ্রাসা ছাত্র মাহফুজ পাড় (১৭) কে আসামি করে থানায় মামলা হয়েছে। ভূক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে এই মামলা করেন। আসামি মাহফুজ ওই গ্রামের মাহবুব পাড়ের ছেলে। পুলিশ জানায়, গত ১৩ ডিসেম্বর বিকালে এ ঘটনা ঘটে। মেয়েটি ওই বাড়ির পাশে খেলতে গেলে তাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করে মাহফুজ। এ ঘটনা জানাজানি হলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীরা। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, মেয়েটির পরিবার থেকে পুলিশকে অনেক দেরিতে জানানো হয়েছে। আসামি মাহফুজ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার অভিযান চলছে।

Share.