১০০ মদের বোতল নিয়ে ধরা পড়লেন জনপ্রিয় অভিনেত্রী

0

বিনোদন ডেস্ক: ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রামিয়া কৃষ্ণণ। দেশটিতে এখন করোনার প্রকোপ ব্যাপক। ফলে লকডাউন হালকা হলেও, কড়া নিয়মে বেঁধে ফেলা হয়েছে দেশের মানুষকে। এমন একটি সময়ে অঘটন ঘটিয়ে বসলেন রামিয়া কৃষ্ণণ। ভারতীয় গণমাধ্যমের খবর, চেন্নাইয়ের শহরের ভেতর গাড়ি চলাচলের দিকে কড়া নজর রয়েছে পুলিশের। কোন গাড়ি কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে নজর রয়েছে সবদিকে। চলছে তল্লাশিও। এরই মধ্যে ৪৯ বছর বয়সী অভিনেত্রী রামিয়া কৃষ্ণণ পুলিশের এই কড়া নজরের মধ্যেই ধরা পড়লেন। ১০০টি মদের বোতলসহ পুলিশের হাতে ধরা পড়েছেন অভিনেত্রী ও তার বোন। এ ব্যাপারে আরও জানা যায়, ৯৬টি বিয়ারের বোতল এবং ৮ টি লিকারের বোতল গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রামিয়া। এ সময় রাস্তায় তল্লাশির সময় ধরা পড়েন তারা। জা গাড়ির ড্রাইভারকেও পুলিশ গ্রেপ্তার করেছেন। পরে অবশ্য জরিমানা দিয়ে জেল থেকে ছাড়ানো হয় ড্রাইভারকে। এম

Share.